অকাল বার্ধক্য, ক্যান্সার, ডাইবেটিস, গ্যাস্ট্রিক, অন্ধত্ব, রক্তস্বল্পতা ,কোলেস্টরেল, জ্বর ও সর্দি, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, সৌন্দর্য বৃদ্ধি, হজম, শ্বাসকষ্ঠ, মাথা ধরা, মাইগ্রেন, আর্থাইটিস, চুলপড়া এবং মা ও শিশুর পুষ্টির চাহিদা পূরনে কাজ করে সজনে পাতা।
সজনে পাতায় রয়েছে কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন-এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম, প্রচুর পরিমাণে জিঙ্ক এবং পালংশাকের চেয়ে তিন গুণ বেশি আয়রণ বিদ্যমান!
© 2023 ModinaShop.com. All Rights Reserved.